ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বাবুগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ‍মুক্তিযোদ্ধা নিহত

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৩৯ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
বাবুগঞ্জে মোটরসাইকেলের ধাক্কায় ‍মুক্তিযোদ্ধা নিহত

বরিশাল: বরিশালের বাবুগঞ্জ উপজেলার রামপট্টি এলাকায় মোটরসাইকেলের ধাক্কায় আব্দুস সোমেদ আলী সরদার (৭০) নামে এক মুক্তিযোদ্ধা নিহত হয়েছেন। আহত হয়েছে মোটরসাইকেলের দুই আরোহী।

সোমবার (০৬ জানুয়ারি) সন্ধ্যা ৭টার দিকে রামপট্টি এলাকার ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। মৃত মুক্তিযোদ্ধা সোমেদ আলী সরদার রামপট্টি এলাকার বাসিন্দা।

বরিশাল মহানগর পুলিশের এয়ারপোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম জাহিদ বিন আলম বাংলানিউজকে জানান, মুক্তিযোদ্ধা সোমেদ আলী সড়ক পার হচ্ছিলেন। এ সময় একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। একইসঙ্গে মোটরসাইকেলটিও সড়কে ছিটকে পড়ে। ঘটনাস্থলে সোমেদ আলীর মৃত্যু হয়। গুরুত্বর আহত মোটরসাইকেল চালকসহ দুইজনকে শেবাচিম হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বাংলাদেশ সময়: ০৭৪০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।