ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দপুরে ঠাণ্ডাজনিত রোগে ১ জনের মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩৪০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
সৈয়দপুরে ঠাণ্ডাজনিত রোগে ১ জনের মৃত্যু

নীলফামারী:  ঠাণ্ডাজনিত রোগে আক্রান্ত হয়ে নীলফামারীর সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে তৈয়ব আলী (৭০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বাড়ি দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার বড় হাসিমপুর গ্রামে।

সোমবার (৬ জানুয়ারি) সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালে ওই ব্যক্তির মৃত্যু হয়।

সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের দায়িত্বরত চিকিৎসক ডা. মো. ওমেদুল হাসান সম্রাট বাংলানিউজকে জানান, কয়েকদিন ধরে সৈয়দপুর ও তার আশ-পাশে তীব্র শীত পড়েছে।

গত ৪ জানুয়ারি (শনিবার) শ্বাসকষ্টজনিত সমস্যায় তৈয়ব আলী হাসপাতালে ভর্তি হয়। সোমবার বিকেলে রোগীকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিক্যাল কলেজ (রমেক) হাসপাতালে পাঠানো হলেও রোগীর স্বজনরা ওই হাসপাতালে চিকিৎসা জন্য রাখেন। পরে রাত ১০টার দিকে তৈয়ব আলীর মৃত্যু হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন সৈয়দপুর ১০০ শয্যা হাসপাতালের আবাসিক মেডিক্যাল কর্মকর্তা ( আরএমও) ডা. আরিফুর রহমান।

বাংলাদেশ সময়: ০৮৩৯ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এএটি 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।