ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

পলাশবাড়ীতে বায়োগ্যাস প্লান্ট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৩ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
পলাশবাড়ীতে বায়োগ্যাস প্লান্ট থেকে ব্যবসায়ীর মরদেহ উদ্ধার

গাইবান্ধা: গাইবান্ধার পলাশবাড়ীতে বায়োগ্যাস প্লান্ট থেকে শাওন (৩৭) নামে এক ব্যবসায়ীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রাম থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

শাওন ওই গ্রামের সাবু মিয়ার ছেলে।

তিনি স্থানীয় কোমরবাজারে মনোহরী দোকান পরিচালনা করে আসছিলেন।

স্থানীয়রা জানান, সোমবার (৬ জানুয়ারি) রাত থেকে শাওনের খোঁজ পাওয়া যাচ্ছিল না। খোঁজাখুজির একপর্যায়ে মঙ্গলবার সকালে ভগবানপুর-কোমারপুর বাজার এলাকায় মৃত আজিজার রহমানের বাড়ির কাছের একটি বায়োগ্যাস প্লান্টের
পাশে রক্তের দাগ দেখতে পান তার স্বজনরা। পরে প্লান্টে তল্লাশি চালিয়ে শাওনের মরদেহ খুঁজে পান তারা। মরদেহটি ইট দিয়ে ডুবিয়ে রাখা হয়েছিল।

পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান বাংলানিউজকে জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্বৃত্তরা ওই যুবককে পরিকল্পিতভাবে হত্যা করে মরদেহ বায়োগ্যাস প্লান্টে ডুবিয়ে দেয় বলে ধারণা করা হচ্ছে। তদন্ত করে ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করার চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০, 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।