ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০০ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
বায়ুদূষণে ফের শীর্ষে ঢাকা

ঢাকা: বিশ্বে বায়ুদূষিত শহরগুলোর মধ্যে আবার শীর্ষস্থানে উঠে এসেছে ঢাকা।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বৈশ্বিকভাবে বায়ুদূষণ পর্যবেক্ষণকারী যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংস্থা এয়ার ভিজুয়ালের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, দুপুর ২টায় ঢাকার বাতাসে দূষণের পরিমাণ ছিল ২৪৫ একিউআই। যা বাতাসে দূষণের মাত্রার দিক থেকে ‘চরম অস্বাস্থ্যকর’।

ঢাকার পরপরই দ্বিতীয় স্থানে আছে পাকিস্তানের লাহোর। তালিকার তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে আছে যথাক্রমে ভারতের কলকাতা, চীনের শেনইয়াং এবং ভারতের রাজধানী নয়াদিল্লি।

বায়ূদূষণে শীর্ষ দশ শহর

বর্জ্য ব্যবস্থাপনা, কলকারখানা ও গাড়ির কালো ধোঁয়া, ব্যাপক খোঁড়াখুড়ি ইত্যাদি কারণে ঢাকার বাতাসকে মারাত্মকভাবে দূষিত করছে।

প্রতিবছরই বিশ্বে বায়ুদূষণের কারণে এক লাখের বেশি মানুষ মারা যায়। বিশ্বে বায়ূদূষণে মৃত্যুর দিক থেকে বাংলাদেশ পাঁচ নম্বরে অবস্থান করছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।