ঢাকা, বৃহস্পতিবার, ২৪ পৌষ ১৪৩১, ০৯ জানুয়ারি ২০২৫, ০৮ রজব ১৪৪৬

জাতীয়

রেল হবে দুর্নীতিমুক্ত: রেলমন্ত্রী

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৫৫ ঘণ্টা, জানুয়ারি ৭, ২০২০
রেল হবে দুর্নীতিমুক্ত: রেলমন্ত্রী

ঢাকা: রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেছেন, দুর্নীতিমুক্ত রেল ব্যবস্থা গড়ে তোলা হবে। এছাড়া  রেলওয়েতে আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে দুর্ঘটনা রোধ করা হবে।

সরকারের এক বছর পূর্তিতে মঙ্গলবার (০৭ জানুয়ারি) দুপুরে রেলভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলন রেলমন্ত্রী এসব কথা বলেন। সংবাদ সম্মেলনে রেলপথ মন্ত্রণালয়ের অর্জন তুলে ধরা হয়।

রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন বলেন, জনগণকে নিরাপদ এবং আরামদায়ক সেবা দিতে রেলকে পুরোপুরি আধুনিকায়ন করা হচ্ছে। এছাড়া টিকিট ব্যবস্থাকে স্বচ্ছ করার জন্য রেলের টিকিট কাটার ক্ষেত্রে কোটা সিস্টেম তুলে দেওয়া হয়েছে।

‘যমুনা সেতুর উজানে আরেকটি বঙ্গবন্ধু রেলসেতু নির্মাণের কাজ আগামী মার্চে শুরু হবে। ২০২৩ সাল নাগাদ এই সেতুর নির্মাণকাজ শেষ হতে পারে। ’

তিনি বলেন, আগামী ১০ জানুয়ারি থেকে কিছু ট্রেনের সময়-সূচিতে পরিবর্তন নিয়ে আসা হচ্ছে। এছাড়া আন্তঃনগর ট্রেনের ক্ষেত্রে কিছু স্টেশনে নতুন করে বিরতি দেওয়া হবে এবং কিছু স্টেশনের বিরতি বন্ধ করে দেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৪৫৪ ঘণ্টা, জানুয়ারি ০৭, ২০২০
এমএমআই/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।