ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

‘ধর্ষণ প্রতিরোধে সামাজিক বিপ্লব গড়ে তোলা হবে’

ইউনিভার্সিটি করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২১ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
‘ধর্ষণ প্রতিরোধে সামাজিক বিপ্লব গড়ে তোলা হবে’

ঢাকা: ধর্ষণ প্রতিরোধে সামাজিক বিপ্লব গড়ে তোলার জন্য কাজ করবে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শিক্ষক সমিতি।

বুধবার (৮ জানুয়ারি) দুপুর ১২টার পর ঢাবির অপরাজেয় বাংলার পাদদেশে শিক্ষক সমিতির উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে সমিতির সভাপতি অধ্যাপক ড. এ এস এম মাসুদ কামাল এ ঘোষণা দেন।

ধর্ষকের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়ে তিনি বলেন, এটি যেন সর্বশেষ ঘটনা হয়।

আমরা চাই এমন একটি সামাজিক বিপ্লব গড়ে তুলতে, যার মাধ্যমে নারীর জন্য এ শহর হবে নিরাপদ। এ দেশের সব জনপদ হবে নিরাপদ।

বাংলাদেশ সময়: ১২২১ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এসকেবি/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।