ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

৮ জানুয়ারি ‌‘জাতীয় কৃষক দিবস’ ঘোষণার দাবি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
৮ জানুয়ারি ‌‘জাতীয় কৃষক দিবস’ ঘোষণার দাবি

ঢাকা: ‘যারা যোগায় ক্ষুধার অন্ন, আমরা আছে তাদের জন্য’ এ স্লোগানকে সামনে রেখে ৮ জানুয়ারিকে ‘জাতীয় কৃষক দিবস’ ঘোষণার দাবি জানিয়েছে প্রবীণ কৃষক কল্যাণ ফাউন্ডেশন (পিকেকেএফ)।

বুধবার (৮ জানুয়ারি) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে এ দাবিতে মানববন্ধন করেছে সংগঠনটি।

এসময় মানববন্ধনে উপস্থিত ছিলেন পিকেকেএফের চেয়ারম্যান জয়নাল আবেদিন হিরক, ভাইস চেয়ারম্যান আব্দুল জব্বার, ব্যবস্থাপনা পরিচাল আজগর আলী রূপকসহ সংগঠনের অন্যান্য নেতারা।

জয়নাল আবেদীন হিরক বলেন, বাংলাদেশ কৃষি প্রধান দেশ। এদেশের ৮০ থেকে ৯০ শতাংশ মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কৃষির ওপর নির্ভরশীল। দেশের অর্থনৈতিক সমৃদ্ধি পেছনে কৃষির অবদান অনেক।

তিনি বলেন, পৃথিবীর উন্নত দেশগুলোর মধ্যে চীন, আমেরিকা ও ভারতসহ বিভিন্ন দেশে রাষ্ট্রীয় উদ্যোগে ‘জাতীয় কৃষক দিবস’ পালন করা হয়। তাই আমাদের দেশেও ৮ জানুয়ারিকে রাষ্ট্রীয়ভাবে ‘জাতীয় কৃষি দিবস’ ঘোষণার দাবি জানাচ্ছি।

বাংলাদেশ সময়: ১২৪৫ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
পিএস/ওএইচ/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।