ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সাংবাদিকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
সাংবাদিকের ওপর হামলাকারীদের বিচার দাবিতে মানববন্ধন

বাগেরহাট: পেশাগত দায়িত্ব পালনকালে খুলনায় একাত্তর টেলিভিশনের ব্যুরো প্রধান রকিব উদ্দিন পান্নুর ওপর সন্ত্রাসী হামলার তীব্র প্রতিবাদ ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। 

বুধবার (৮ জানুয়ারি) বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে জেলায় কর্মরত প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা এ মানববন্ধন করেন।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন-বাগেরহাট প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক এ বাকী তালুকদার, সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, অ্যাড. শাহ আলম টুকু, আলী আকবর টুটুল প্রমুখ।

 

এছাড়া মানববন্ধনে সাংবাদিক দেলোয়ার হোসেন, আহসানুল করিম, বিষ্ণু প্রসাদ চক্রবর্ত্তী, আজমল হোসেন, রবিউল ইসলাম, এইচ এম মাইনুল ইসলাম, ইয়ামিন আলী, মোল্লা মাসুদুল হক, মো. কামরুজ্জামান, আজাদুল হক, হেদায়েত হোসেন লিটন, মীর জায়েসী আশরাফি জেমস, আবু সাইদ, নকীব সিরাজুল ইসলাম, সরদার ইনজামামমুল হক, অলীপ ঘটক, আল আমিন খান সুমন, আব্দুল্লাহ আল ইমরান, রাকিবুল ইসলাম রাজ, এসএস শোহান, সৈয়দ শওকত হোসেন, মো. সোহাগ, মো. শহিদুল ইসলাম, তানজীম আহমেদ, ওবায়দুল ইসলাম বাবু, মো. সাকিবসহ জেলায় কর্মরত গণমাধ্যম কর্মীরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তরা বলেন, পেশাগত দায়িত্ব পালনের সময় রকিব উদ্দিন পান্নুসহ তিন সাংবাদিকের ওপর হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। ঘটনাস্থলে উপস্থিত পুলিশ কর্মকর্তার অসৌজন্যমূলক আচরণ কোনোভাবে মেনে নেওয়া যায় না।  
সরকারের কাছে পুলিশ সদস্য ও হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই।  

এছাড়াও সারাদেশে বিভিন্নভাবে সাংবাদিকরা নির্যাতনের শিকার হচ্ছেন। মাদারীপুরে দুর্নীতির সংবাদ প্রকাশ করার সময় টেলিভিশনের প্রতিনিধিসহ ৪ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। দ্রুত এ মামলা প্রত্যাহারেরও দাবিও জানান বক্তারা।

গত ৫ জানুয়ারি রোববার সকালে খুলনা ওয়াসার ঝুঁকিপূর্ণ পাইপ লাইনের সংবাদ সংগ্রহ করতে গেলে চায়না ঠিকাদারী প্রতিষ্ঠানের লোকজন ঐক্যবদ্ধ হয়ে সাংবাদিক রকিব উদ্দিন পান্নুর উপর অতর্কিত হামলা চালায় এবং ক্যামেরা ভাঙচুর করে। এসময় তার ক্যামেরাম্যানসহ আরও দুই সাংবাদিক আহত হয়। এ ঘটনায় সেদিন বিকেলেই পান্নু বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা দায়ের করেন।
 
বাংলাদেশ সময়: ১৩২০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।