ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিরাজগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৮ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
সিরাজগঞ্জে হত্যা মামলার ৩ আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের আলোচিত কলেজছাত্র সোহেল (২৮) হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে সদর থানার উপ-পরিদর্শক (এসআই) ও মামলার তদন্তকারী কর্মকর্তা আবু জাফর বাংলানিউজকে বিষয়টি জানান।  

গ্রেফতার আসামিরা হলেন- সদর উপজেলার কান্দাপাড়া গ্রামের মোশারফ হোসেন তালুকদার ওরফে মোহন তালুকদারের ছেলে ইউসুফ রেজা ওরফে আলো (২৮) ও আল-আমিন (৩৩) এবং মোজাফ্ফর হোসেন তালুকদার ওরফে মুক্তাল তালুকদারের ছেলে মোশারফ হোসেন তালুকদার ওরফে মোহন তালুকদার (৭০)।

 

এসআই আবু জাফর বাংলানিউজকে জানান, মঙ্গলবার (৭ জানুয়ারি) ঢাকার নবিনগর এলাকায় অভিযান চালিয়ে ওই তিন আসামিকে গ্রেফতার করা হয়। জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে ৭ দিনের রিমান্ড আবেদন করে দুপুরে আদালতে সোপর্দ করা হয়।

প্রসঙ্গত, জমি সংক্রান্ত বিরোধের জের ধরে ২০১৯ সালের ২৩ আগস্ট সকালে কান্দাপাড়া গ্রামের মোতালেব তালুকদারের বাড়িতে হামলা ও ভাঙচুর চালায় একই গ্রামের মোহন তালুকদার গং। এ সময় মোতালেব তালুকদারের ছেলে সোহেলকে এলোপাথাড়ি পিটিয়ে আহত করে। গুরুতর আহত অবস্থায় সোহেলকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় ওইদিন সন্ধ্যায় তার মৃত্যু হয়। এ ঘটনায় নিহতের মা শিউলি বেগম বাদী হয়ে থানায় ১৪ জনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ পর্যন্ত এ মামলায় ৪ জনকে গ্রেফতার করে কারাগারে পাঠানো হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫৩৮ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।