ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে দুই ওলির মাজার জিয়ারত রাষ্ট্রপতির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩২ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
সিলেটে দুই ওলির মাজার জিয়ারত রাষ্ট্রপতির

সিলেট: সিলেট সফরে গিয়ে হযরত শাহ জালাল (র.) ও শাহ পরান (র.)’র  মাজার জিয়ারত করেছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ।
 

বুধবার (৮ জানুয়ারি) দুপুরে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) তৃতীয় সমাবর্তনে অংশ নিতে হেলিকপ্টারযোগে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান রাষ্ট্রপতি। এরপরপরই দুই ওলির মাজার জিয়ারত করেন তিনি।

এসময় তার সঙ্গে আওয়ামী লীগের নেতারা ছিলেন।
 
পরে বিকেল ৩টায় রাষ্ট্রপতি শাবিপ্রবির তৃতীয় সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন।  বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পূর্ণ মর্যাদায় আচার্য্যকে স্বাগত জানায়। তার আগমন উপলক্ষে বর্ণিল সাজে সাজানো হয়েছে শাবিপ্রবি ক্যাম্পাস।
 
এদিকে রাষ্ট্রপতির সিলেট আগমন ঘিরে সর্বোচ্চ নিরাপত্তা নেওয়া হয়েছে। বিশেষ করে সমাবর্তনস্থল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ঢেকে দেওয়া হয়েছে নিরাপত্তার চাদরে।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০২০
এনইউ/এইচজে 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।