ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গুলি করে ছিনতাই চেষ্টার ঘটনায় ৪ যুবক গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২১৩ ঘণ্টা, জানুয়ারি ৮, ২০২০
গুলি করে ছিনতাই চেষ্টার ঘটনায় ৪ যুবক গ্রেফতার

বাগেরহাট: বাগেরহাটের ফকিরহাটে গুলি করে টাকা ছিনতাই চেষ্টার ঘটনায় জড়িত থাকার অভিযোগে ৪ যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার (৮ জানুয়ারি) বিকেলে আসামিদের আদালতে সোপর্দ করা হয়। এর আগে, বুধবার ভোরে বাগেরহাট কেন্দ্রীয় বাসস্ট্যান্ড এলাকা তাদের গ্রেফতার করা হয়।

আসামিরা হলেন- ফকিরহাট উপজেলার মাসকাটা গ্রামের ঈসমাইল হোসেনের ছেলে কামরুজ্জামান সোহেল (২৩), একই উপজেলার শ্যামবাগাত গ্রামের সামাদের ছেলে আব্দুল হালিম (২০) মোড়েলগঞ্জ উপজেলার গাজিরহাট গ্রামের সাহাবুদ্দিন শেখের ছেলে ইব্রাহীম শেখ রাব্বি (২০), বাগেরহাট সদর উপজেলার কাড়াপাড়া গ্রামের শেখ শরিফুল ইসলামের ছেলে কাইয়ুম হোসেন আকাশ (২০)।

ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু সাঈদ খায়রুল আনাম জানান, ২০১৯ সালের ১৩ অক্টোবর বাগেরহাটের চুলকাঠি বাজারের মেসার্স রিয়া স্টোরের মালিক প্রকাশ কুন্ডু তার কর্মচারী রাধা দাশের সঙ্গে মোটরসাইকেলে একটি ব্যাগে ১৩ লাখ ৭০ হাজার ৫৬ টাকা নিয়ে কাটাখালী সাউথ বাংলা এগ্রিকালচার কমার্স ব্যাংকে জমা দিতে যান। যাওয়ার পথে ফকিরহাট উপজেলার মহিষ খামার এলাকায় পৌঁছালে দুর্বৃত্তরা মোটরসাইকেলের গতিরোধ করে টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। পরে ব্যর্থ হয়ে প্রকাশ কুন্ডুকে লক্ষ্য করে গুলি করে। এতে মোটরসাইকেল চালক রাধা দাশ মারাত্মকভাবে আহত হয়। এনিয়ে পরে ফকিরহাট থানায় মামলা হয়। মামলা তদন্ত করে জানতে পারি ওই চার যুবক ছিনতাই চেষ্টার সঙ্গে জড়িত ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে ভোরে বাগেরহাট বাসস্ট্যান্ড থেকে ওই চার যুবককে গ্রেফতার করা হয়।

বাংলাদেশ সময়: ১৭০৩ ঘণ্টা, জানুয়ারি ০৮, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।