ঢাকা, শুক্রবার, ২৫ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বিবেক জাগ্রত হওয়ার আহ্বানে বরিশালে মোমবাতি প্রজ্বলন

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫৪১ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
বিবেক জাগ্রত হওয়ার আহ্বানে বরিশালে মোমবাতি প্রজ্বলন

বরিশাল: ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ধর্ষণের প্রতিবাদ ও দ্রুত বিচারের দাবিসহ সারাদেশব্যাপি নারী-শিশু নির্যাতন ও সহিংসতার বিরুদ্ধে সমাজের বিবেক জাগ্রত হওয়ার আহ্বান জানিয়ে বরিশালে মোমবাতি প্রজ্বলন কর্মসূচি পালন করা হয়েছে।

অন্ধকার থেকে সমাজ আলোর পথে আসুক এই স্লোগান ও আহ্বানে বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় নগরের অশ্বিনী কুমার হলের সামনে সদর রোডে এ কর্মসূচির আয়োজন করে বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখা।

বাংলাদেশ মহিলা পরিষদ বরিশাল জেলা শাখার সভাপতি রাবেয়া খাতুনের সভাপতিত্বে কর্মসূচিতে এসময় উপস্থিত ছিলেন অধ্যাপিকা শাহ শাজেদা, আইসিডিএ’র নির্বাহী পরিচালক আনোয়ার জাহিদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ০০৪১ ঘন্টা, জানুয়ারি ০৯, ২০২০
এমএস/এমকেআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।