ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ডিআইজি প্রিজন হলেন জাহাঙ্গীর কবির

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৮ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
ডিআইজি প্রিজন হলেন জাহাঙ্গীর কবির সিনিয়র জেল সুপার থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি প্রিজন হলেন মো. জাহাঙ্গীর কবির। 

ঢাকা: সিনিয়র জেল সুপার থেকে পদোন্নতি পেয়ে ডিআইজি প্রিজন হলেন মো. জাহাঙ্গীর কবির। 

বুধবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় কারা অধিদপ্তরের সম্মেলন কক্ষে জাহাঙ্গীর কবিরকে র‌্যাংক ব্যাচ পরিয়ে দেন আইজি প্রিজন ব্রিগেডিয়ার জেনারেল মোস্তফা কামাল পাশা।

জাহাঙ্গীর কবির ঢাকা কেন্দ্রীয় কারাগারে দুই বছরের অধিক সময় সিনিয়র জেল সুপার হিসেবে কর্মরত ছিলেন।

এ সময় পুরান ঢাকার কারাগার থেকে কেরানীগঞ্জ কারাগারে মাত্র একদিনে প্রায় আট হাজার বন্দি স্থানান্তর করেন। এছাড়া যুদ্ধপরাধীদের ফাঁসি কার্যকর করার ক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখেন। এর পরপরই জাহাঙ্গীর কবির ময়মনসিংহ কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপারের পাশাপাশি ময়মনসিংহ বিভাগের ডিআইজি প্রিজনের ভারপ্রাপ্ত দায়িত্ব পান।

পদোন্নতির ব্যাপারে জাহাঙ্গীর কবিরের কাছে জানতে চাইলে তিনি জানান, এ পদোন্নতি  তার চাকরি জীবনের বড় প্রাপ্তি। কর্মজীবনে তিনি যেন সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে পারেন সেজন্য সবার সহযোগিতা ও দোয়া চান।

তিনি জানান, ময়মনসিংহ বিভাগে তিনি এখনো কর্মরত আছেন।  ডিআইজি প্রিজন হিসেবে পদোন্নতির পর নতুনভাবে এখনো পোস্টিং হয়নি। তবে তিনি মনে করেন সরকার যেখানে পোস্টিং দেবেন সেখানেই তিনি নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করবেন। পুরাতন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সর্বশেষ এবং কেরানীগঞ্জ নতুন ঢাকা কেন্দ্রীয় কারাগারের সর্বপ্রথম সিনিয়র জেল সুপার ছিলেন জাহাঙ্গীর কবির।

বাংলাদেশ সময়: ০৩৩০ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এজেডএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।