ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২২৩ ঘণ্টা, জানুয়ারি ৯, ২০২০
সিদ্ধিরগঞ্জে কয়েল কারখানায় অগ্নিকাণ্ড

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ‘মারিয়া প্রডাক্টস’ নামে একটি মশার কয়েল ও পাতিল রাখার বাকশো তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) ভোরে ৬টায় সিদ্ধিরগঞ্জের মিজমিজি ধনুহাজী রোড এলাকায় এ ঘটনা ঘটে। কামাল হোসেন ও মাকসুদ নামে দুই ব্যবসায়ী মারিয়া প্রোডাক্টসের মালিক।

 

এলাকাবাসী জানায়, ধনুহাজী রোডের পাশে কোনো রকমের অগ্নিনির্বাপক ব্যস্থা ছাড়াই মশার কয়েল ও পাতিল  রাখার বাকশো তৈরির কারখানা গড়ে তোলেন। বৃহস্পতিবার ভোরে হঠাৎ করেই এ কারখানায় অগ্নিকাণ্ড সংঘটিত হয়। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে পুরো কারখানায়। প্রথমে এলাকাবাসী পানি দিয়ে আগুন নেভানোর চেষ্টা করে ব্যর্থ হয়। পরে তারা আদমজী ইপিজেড ফায়ার সার্ভিসকে খবর দেয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

আদমজী ফায়ার সার্ভিসের (ইনচার্জ) সিনিয়র ষ্টেশন অফিসার শাহাজাহান ও স্টেশন অফিসার মো. আব্দুল হাই বলেন, ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে মনে করা হচ্ছে। এর আগেও একাধিকবার একই কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। মালিকপক্ষের দাবি অগ্নিকাণ্ডে তাদের ৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে।  

এর আগে ২০১৭ সালের ১৫ অক্টোবর এ কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছিল বলে জানান এলাকাবাসী।

বাংলাদেশ সময়: ১৭২২ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০১৯
এমআরপি/এইচজে

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।