ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

মিরপুরে শ্বাসরোধ করে এক ব্যক্তিকে হত্যা

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৩৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
মিরপুরে শ্বাসরোধ করে এক ব্যক্তিকে হত্যা

ঢাকা: রাজধানীর মিরপুর দারুসসালামে আনোয়ার হোসেন নুরী (৪২) নামে এক ব্যক্তিকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বেলা সোয়া ২টার দিকে সংবাদ পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। পরে আইনি প্রক্রিয়া শেষ করে সুরতহাল প্রতিবেদন তৈরি করে, সন্ধ্যার পরে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

দারুসালাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোফায়েল আহমেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেন জানান, দারুসসালাম গোলারটেক দ্বিতীয় তলা বাড়ির নিচতলা থেকে আনোয়ারের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহ উদ্ধারের সময় আনোয়ারের গলায় মাফলার গিট দেওয়া অবস্থায় দেখা যায়। ধারণা করা হচ্ছে, দুস্কৃতিকারীরা বাসায় প্রবেশ করে তাকে শ্বাসরোধ করে হত্যা করেছে।

তিনি আরও জানান, নিহত নুরী পটুয়াখালীর দুমকি উপজেলার কুব্বাত আলীর সন্তান। তিনি গোলারটেকে ওই বাসায় একাই থাকতেন। পুলিশ লোক মারফত জানতে পেরেছে, নিহত আনোয়ার কম্পিউটার প্রশিক্ষণের শিক্ষা দিতেন। বিস্তারিত জানার জন্য পুলিশ কাজ করছে।

বাংলাদেশ সময়: ১৯৩৪ ঘণ্টা, জানুয়ারি ০৯, ২০২০
এজেডএস/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।