ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নারীর মৃত্যু

বরিশাল: বরিশালের গৌরনদী উপজেলায় পিকআপ ভ্যানের চাপায় খাদিজা বেগম (৩০)  নামে এক পথচারী নারীর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে উপজেলা সদর ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন সংলগ্ন ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত খাদিজা গৌরনদী উপজেলার দক্ষিণ পালরদি গ্রামের ওয়ারেস হোসেনের স্ত্রী।

স্থানীয়রা জানান, ঢাকা থেকে বরিশালের উদ্দেশ্যে যাওয়ার সময় একটি পিকআপভ্যান খাদিজাকে চাপা দেয়। এতে তিনি গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় খাদিজাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।   

গৌরনদী হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহিদুল ইসলাম জানান, এ ঘটনায় পিকআপ ভ্যানচালককে আটক করেছে পুলিশ।    

বাংলাদেশ সময়: ০২৫৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।