ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪২৬ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
ইজতেমায় দুই মুসল্লির মৃত্যু

গাজীপুর: টঙ্গীর তুরাগ তীরে বিশ্ব ইজতেমায় অংশ নেওয়া দুই মুসল্লির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দিনগত রাতে বার্ধক্যজনিত কারণে তারা মারা যান।

মৃত দু’জন হলেন- সিরাজগঞ্জের কাজীপুর থানার পাটাক এলাকার খোকা মিয়া (৬০) ও চট্টগ্রামের পটিয়া থানার কৈয়গ্রাম এলাকার মোহাম্মদ আলী (৭০)।

মরদেহের জিম্মাদার আদম আলী জানান, রাত ১০টার দিকে ২৬ নম্বর খিত্তায় খোকা মিয়া ও রাত ১টার দিকে মোহাম্মদ আলী মারা যান।

তারা দু’জন বার্ধক্যজনিত কারণে মারা গেছেন।  

এর আগে সকালে বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা ইয়াকুব আলী (৮৫) নামে এক মুসল্লি মারা যান। তিনি গোপালগঞ্জের কোটালীপাড়া থানার নাখিলপাড়া এলাকার হাশেম আলীর ছেলে।  

বৃহস্পতিবার বাদ মাগরিব আম বয়ানের মধ্য দিয়ে শুরু হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব। মাগরিবের পর আম বয়ান শুরু করেন ভারতের মাওলানা আহম্মেদ ইব্রাহীম দেওলা। রোববার (১২ জানুয়ারি) আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব ইজতেমার প্রথম পর্ব।  

বাংলাদেশ সময়: ০৯১৯ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
আরএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।