ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কামরাঙ্গীরচরে কিশোরী গণধর্ষণের শিকার

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০
কামরাঙ্গীরচরে কিশোরী গণধর্ষণের শিকার

ঢাকা: রাজধানীর কামরাঙ্গীরচরের এক কিশোরী (১৩) গণধর্ষণের শিকার হয়েছে বলে থানায় অভিযোগ করেছে তার পরিবার। 

বৃহস্পতিবার (৯ জানুয়ারি) রাতে কামরাঙ্গীরচরের পূর্ব রসূল এলাকায় একটি নির্মাণীধীন ভবনের দ্বিতীয় তলায় এ গণধর্ষণের ঘটনা ঘটে।

এ ঘটনায় ওই কিশোরীর মা বাদী হয়ে মেয়েটির এক বান্ধবীসহ ৬ জনের নাম উল্লেখ করে কামরাঙ্গীরচর থানায় মামলা করেছেন।



পরে রাতেই তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিক সেন্টারে (ওটিসি) ভর্তি করা হয়েছে।  

কামরাঙ্গিরচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবি এম মশিউর রহমান জানান, ওই কিশোরী ও তার পরিবারের ভাষ্য অনুযায়ী, গণধর্ষণে ৫ জন অংশ নিয়েছিল। এ ঘটনায় মেয়েটির এক বান্ধবী সহায়তা করেছে বলে জানতে পেরেছি। আসামিদের আটক করতে পুলিশের টিম কাজ করছে।  

বাংলাদেশ সময়: ১২৪২ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০ 
এজেডএস/এসএইচ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।