ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

১১ বছরে কালের কণ্ঠ, জেলায় জেলায় নানা আয়োজন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫৩ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
১১ বছরে কালের কণ্ঠ, জেলায় জেলায় নানা আয়োজন

ঢাকা: ১১ বছরে পা দিয়েছে দৈনিক কালের কণ্ঠ। শুক্রবার (১০ জানুয়ারি) আলোচনা সভা, সম্মাননা, কেক কাটা ও শোভাযাত্রার মধ্য দিয়ে জেলায় জেলায় কালের কণ্ঠের ১০ম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। 

বাংলানিউজের স্টাফ ও ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্টদের পাঠানো খবর:

খুলনা: ১০ম প্রতিষ্ঠাবার্ষিকীতে খুলনায় নানা কর্মসূচির আয়োজন করা হয়। সকালে প্রধান অতিথি হিসেবে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।

এরআগে, মুক্তিযোদ্ধা বিনয় কৃষ্ণ সরকারকে সম্মাননা দেওয়া হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি শেখ হারুনুর রশীদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সুজিত অধিকারী, আওয়ামী লীগ নেতা শ্যামল সিংহ রায়, মাহবুব আলম সোহাগ, অসিত বরণ বিশ্বাস, শেখ আবু হানিফ প্রমুখ।

বরিশাল: নানা আয়োজনে বরিশালে দৈনিক কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় বরিশাল প্রেসক্লাবের বঙ্গবন্ধু ভাস্কর্যের সামনে বৃদ্ধাশ্রমের পাঁচ নারীকে শীতবস্ত্র দেওয়া হয়। সেখানেই বৃদ্ধাশ্রমের নারীদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানসহ অন্য অতিথিরা। পরে প্রেসক্লাবের মাইনুল হাসান মিলনায়তনে সদর উপজেলার চরবাড়িয়া ইউনিয়নের বাটনা গ্রামের বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নানকে সংবর্ধনার আয়োজন করে কালের কন্ঠের বরিশাল ব্যুরো অফিস।  

বরিশাল ব্যুরো প্রধান রফিকুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান ছাড়াও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট তালুকদার ইউনুস, প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট মানবেন্দ্র বটব্যাল, সাবেক সভাপতি অ্যাডভোকেট এসএম ইকবাল, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এসএম জাকির হোসেন, মুক্তিযোদ্ধা মহিউদ্দিন মানিক বীর প্রতীক, সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর আসাদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন।

হবিগঞ্জ: জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধাকে সম্মাননা, র‌্যালি ও আলোচনা সভার মধ্য দিয়ে হবিগঞ্জে পালন করা হয়েছে দৈনিক কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী। জেলা প্রেসক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন হবিগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান।  

পত্রিকাটির জেলা প্রতিনিধি অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সভাপতিত্বে ও শুভসংঘের সভাপতি কবি সিদ্দিকী হারুনের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী টিপু। এছাড়াও হবিগঞ্জ পৌরসভার সাবেক চেয়ারম্যান শহীদ উদ্দিন চৌধুরী, প্রেসক্লাব সভাপতি ইসমাইল হোসেন, মুক্তিযোদ্ধা সৈয়দ জাহিদুল ইসলাম, সরকারি বৃন্দাবন কলেজের সহকারী অধ্যাপক ড. সুভাষ চন্দ্র দেব প্রমুখ উপস্থিত ছিলেন।

ফেনী: ফেনীতে কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে। সকাল সাড়ে ১০টায় শহরের ডক্টরস ক্লাবে প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানের আয়োজন করা হয়।  

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফেনী জেলা প্রশাসক ওয়াহিদুজ্জামান। ফেনী প্রেসক্লাবের সভাপতি আবু তাহের ভূঞার সভাপতিত্বে ও দৈনিক কালের কন্ঠের ফেনী প্রতিনিধি আসাদুজ্জামান দারার সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে ছিলেন ফেনীর সিভিল সার্জন মো. নিয়াতুজ্জামান। এছাড়ও ফেনী বিএমএ সভাপতি অধ্যাপক শাহেদুল ইসলাম কাওসার, ফেনী অফিসার্স ক্লাবের সাধারণ সম্পাদক ও সহযোগী অধ্যাপক আজিজুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

বাগেরহাট: র‌্যালি, আলোচনা সভা, কেক কাটা, শীতবস্ত্র বিতরণ ও মুক্তিযোদ্ধাকে সম্মাননার মধ্য দিয়ে বাগেরহাটে কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। বেলা ১১টায় বাগেরহাট প্রেসক্লাবের সামনে থেকে র‌্যালি বের হয়। র‌্যালি শেষে বাগেরহাট প্রেসক্লাবে আলোচনা সভা ও জন্মদিনের কেক কাটা হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন- বাগেরহাটের জেলা প্রশাসক মামুনুর রশীদ। সরকারি পিসি কলেজের উপাধ্যক্ষ মোস্তাহিদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য দেন বাগেরহাট পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়, সিনিয়র সাংবাদিক অধ্যাপক এবিএম মোশাররফ হোসেন, প্রেসক্লাবের যুগ্ন সাধারণ সম্পাদক আজমল হোসেন প্রমুখ।

মাদারীপুর: মাদারীপুরে কালের কণ্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। সকালে জেলার এম.এম হাফিজ মেমোরিয়াল পাবলিক লাইব্রেরি মিলনায়তনে প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজন করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে গিয়ে শেষ হয়।

পরে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস। দৈনিক কালের কণ্ঠের সাংবাদিক আয়েশা আকাশীর সভাপতিত্বে অনুষ্ঠানে শিশু বিষয়ক কর্মকর্তা শহীদুল ইসলাম মুন্সী, বিআরডিবি’র (অবসরপ্রাপ্ত) উপ-পরিচালক এমদাদুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।

সিরাজগঞ্জ: মুক্তিযোদ্ধাকে সম্মাননা, কেক কাটা, আলোচনা সভা ও র‌্যালির মধ্য দিয়ে সিরাজগঞ্জে দৈনিক কালের কন্ঠের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। দুপুরে শহরের জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সাবেক মন্ত্রী, সিরাজগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাস।

কালের কন্ঠ শুভ সংঘের সভাপতি ডা. নিত্যরঞ্জন পালের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর আব্দুল হামিদ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি হেলাল আহমেদ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৯৫২ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।