ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনাসভা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩০১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
কিশোরগঞ্জে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনাসভা

কিশোরগঞ্জ: কিশোরগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসে আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ জানুয়ারি) সন্ধ্যায় জেলা শহরের স্টেশন রোডস্থ জেলা আওয়ামী লীগ কার্যালয়ে এ আলোচনা সভার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা আওয়ামী লীগ।

সভায় সভাপতিত্ব করেন জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান।

 

জেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক শামসুল ইসলাম খান মাসুমের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন-জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অ্যাডভোকেট এ কে এম শেখ নূরুন্নবী বাদল, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজল, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক পিপি অ্যাডভোকেট শাহ আজিজুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, ত্রাণ ও পূনর্বাসন সম্পাদক সাবেক পৌর চেয়ারম্যান নূরুল ইসলাম নূরু, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ, জেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন বাচ্চু, জেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মীর আমিনুল ইসলাম সোহেল, জেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিলকিস বেগম প্রমুখ।  

সভায় আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 
এর আগে বিকেলে জেলা প্রশাসনের আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে মুজিববর্ষের ক্ষণগণনা অনুষ্ঠানে জেলা আওয়ামী লীগ নেতৃবৃন্দ অংশ নেন।

বাংলাদেশ সময়: ২০২৩ ঘণ্টা, জানুয়ারি ১০, ২০২০ 
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।