ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫২ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভা 

গোপালগঞ্জ: জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে গোপালগঞ্জে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্থিরচিত্র প্রদর্শন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

শনিবার (১১ জানুয়ারি) সকালে গোপালগঞ্জ সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়।  

এ উপলক্ষে সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে একটি শোভাযাত্রা শুরু হয়।

শোভাযাত্রাটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে এসে শেষ। সেখানে বঙ্গবন্ধুর জীবন ভিত্তিক স্থিরচিত্র প্রদর্শন করা হয়।  
পরে সেখানে বঙ্গবন্ধুর জীবন দর্শন বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।  

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট কাজী শহিদুল ইসলাম।  

গোপালগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় অন্যান্যের মধ্যে সহকারী পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুদ, গোপালগঞ্জ সদর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম মিটু, শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এস এম নজরুল ইসলাম, মহিলা ভাইস-চেয়ারম্যান নিরুন্নাহার ইউসুফ, মুক্তিযোদ্ধা বদুরদ্দোজা বদর, গোবরা ইউনিয়নের চেয়ারম্যান শফিকুর রহমান চৌধুরী প্রমুখ বক্তব্য রাখেন।  

এসব কর্মসূচিতে বিভিন্ন স্কুলের শিক্ষার্থী, শিক্ষক ও সাধারণ মানুষ উপস্থিত ছিলেন।  

বাংলাদেশ সময়: ১২২৬ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।