ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

সৈয়দ আশরাফ স্মরণে আউলিয়াপাড়া দোয়া-মিলাদ মাহফিল 

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
সৈয়দ আশরাফ স্মরণে আউলিয়াপাড়া দোয়া-মিলাদ মাহফিল 

কিশোরগঞ্জ: আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও জনপ্রশাসন মন্ত্রী মুক্তিযোদ্ধা সৈয়দ আশরাফুল ইসলামের স্মরণে কিশোরগঞ্জে আলোচনা সভা, দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে জেলা সদর উপজেলার আউলিয়াপাড়া ফাজিল মাদ্রাসায় এ মাহফিলের আয়োজন করে মাদ্রাসা কর্তৃপক্ষ।  

এতে সভাপতিত্ব করেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক বাবুল।

মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা আবু সাইয়িদের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন মাদ্রাসার অধ্যক্ষ হারুনুর রশীদ মোল্লা, কিশোরগঞ্জ সদর উপজেলা যুবলীগের সভাপতি অ্যাডভোকেট ফারুক আহমেদ বাচ্চু, আওয়ামী লীগ নেতা ফজলুল কাদের মুরাদ, মাদ্রাসার মাদ্রাসার গভর্নিং বডির সহ-সভাপতি আফতাব উদ্দিন সোহাগ, প্রভাষক দিল আফরোজ, সহকারী অধ্যাপক নাসির উদ্দিন হায়দার, শিক্ষক প্রতিনিধি আবুল হাসেম, কিশোরগঞ্জ সদর উপজেলা কৃষকলীগের সহ-সভাপতি আক্তারুজ্জামান শিপন, বিন্নাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বজলুর রহমান, বিন্নাটি ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহাদাৎ হোসেন প্রমুখ।

দোয়া ও মিলাদ মাহফিল পরিচালনা করেন মাদ্রাসার অধ্যক্ষ হারুনুর রশীদ মোল্লা।  

বাংলাদেশ সময়: ১৮২০ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসআরএস 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।