ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

চাটখিলে এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরণ

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
চাটখিলে এতিম শিশুদের মধ্যে কম্বল বিতরণ

নোয়াখালী: নোয়াখালীর চাটখিল উপজেলায় শীতার্ত গরীব এতিম শিশুদের মধ্যে প্রধানমন্ত্রীর পক্ষে কম্বল বিতরণ করা হয়েছে। 

 

শনিবার (১১ জানুয়ারি) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলার পাঁচটি এতিমখানার তিন শতাধিক এতিমের হাতে কম্বলগুলো তুলে দেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী মো. জাহাঙ্গীর আলম।

এসময় উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যান মাসুদুর রহমান শিপন, চাটখিল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিদারুল আলম, চাটখিল পৌরসভার প্যানেল মেয়র আহসান হাবীব সমীর প্রমুখ।

পর্যায়ক্রমে চাটখিল উপজেলার এতিম ও গরীব শীতার্ত মানুষের মধ্যে চার হাজার কম্বল বিতরণ করা হবে।        

বাংলাদেশ সময়: ১৮২৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।