ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

বড়লেখা রেঞ্জ কার্যালয়ের কার্যক্রম শুরু

ডিভিশনাল সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০০৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
বড়লেখা রেঞ্জ কার্যালয়ের কার্যক্রম শুরু কার্যালয়ের ভবনের উদ্বোধন করা হচ্ছে। ছবি: বাংলানিউজ

মৌলভীবাজার: সিলেট বন বিভাগের আওতাধীন বড়লেখা রেঞ্জ অফিসের কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে শনিবার (১১ জানুয়ারি) দুপুরে নবনির্মিত দোতলা পাকা কার্যালয়ের ভবনের উদ্বোধন ঘোষণা করা হয়।

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মন্ত্রী মো. শাহাব উদ্দিব প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিতি ছিলেন সিলেট বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এসএম সাজ্জাদ হোসেন, সহকারী বন সংরক্ষক (এসিএফ) জিএম আবু বকর সিদ্দিকী, বড়লেখা উপজেলা নির্বাহী অফিসার শামীম আল ইমরান, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোহেব আহমেদ, স্থানীয় আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেনসহ আওয়ামীলীগ ও অঙ্গ সংগঠনের নেতা ও অন্যান্যরা।

সহকারী বন সংরক্ষক (এসিএফ) জিএম আবু বকর সিদ্দিকী বাংলানিউজকে বলেন, ভবনটি নির্মাণে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয় করা হয়েছে। গত বছরের শেষের দিকে কাজ শুরু হয়।

বাংলাদেশ সময়: ১৭৪৫ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০
বিবিবি/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।