ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

হাতির তাণ্ডবে পল্লী বিদ্যুতের লাইনম্যান আহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২৩৭ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
হাতির তাণ্ডবে পল্লী বিদ্যুতের লাইনম্যান আহত

জামালপুর: জামালপুরের বকশীগঞ্জে পাহাড়ি হাতির তাণ্ডবে পল্লী বিদ্যুতের লাইনম্যান লজেন্স মিয়া (৩০) গুরুত্বর আহত হয়েছেন।

শনিবার (১১ জানুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে সীমান্তবর্তী কামালপুর ইউনিয়নের সোমনাথপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

লজেন্স মিয়া গাইবান্ধা জেলার সাঘাটা উপজেলার বোনারপাড়া ইউনিয়নের রাঘবপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে।

পল্লী বিদ্যুতের ঠিকাদার সেলিম মিয়া বাংলানিউজকে জানান, বিকেলে নির্মাণার্ধীন পল্লী বিদ্যুতের খুঁটি স্থাপন শেষে স্থানীয় লাউচাপড়া বাজারে যাওয়ার সময় ভারতীয় বন্য হাতির দল আক্রমণ করে। তখন সঙ্গে থাকা অন্যরা দৌঁড়ে নিরাপদ স্থানে চলে গেলেও হাতির কবলে পড়েন লজেন্স। এতে তার দুই পা ও একটি হাত ভেঙে যায়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে বকশীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।

স্থানীয় ইউপি সদস্য নুরজাহান বেগম বাংলানিউজকে জানান, এক সপ্তাহ ধরে ভারত থেকে ৩০-৪০টি হাতি বাংলাদেশের সোমনাথ পাড়া এলাকায় প্রবেশ করেছে। এ নিয়ে স্থানীয় এলাকাবাসী চরম আতঙ্কে রয়েছে।

বকশীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আ.স.ম জমশেদ আলী বাংলানিউজকে জানান, তাৎক্ষণিকভাবে লজেন্স মিয়ার চিকিৎসা জন্য পাঁচ হাজার টাকা দেওয়া হয়েছে।

উল্লেখ্য, জামালপুরের বকশীগঞ্জ উপজেলার একটি ও দেওয়ানগঞ্জ উপজেলার তিনটি ইউনিয়নে প্রতিনিয়তই হাতির উপদ্রব দেখা যায়।

বাংলাদেশ সময়: ২১২৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০১৯
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।