ঢাকা, শুক্রবার, ২৬ পৌষ ১৪৩১, ১০ জানুয়ারি ২০২৫, ০৯ রজব ১৪৪৬

জাতীয়

পটুয়াখালীতে রেস্টুরেন্টে র‌্যাবের অভিযান 

| বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৩৫২ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
পটুয়াখালীতে রেস্টুরেন্টে র‌্যাবের অভিযান  পটুয়াখালীতে রেস্টুরেন্টে র‌্যাবের অভিযান 

পটুয়াখালী: পটুয়াখালীর হোটেল সি প্যালেস চাইনিজ রেস্টুরেন্টে অভিযান চালিয়েছে র‌্যাব-০৮।

লাইসেন্স ছাড়াই রেস্টুরেন্ট পরিচালনা, অস্বাস্থ্যকর ও নোংরা পরিবেশে খাদ্য পরিবেশনসহ বিভিন্ন অনিয়মের দায়ে ম্যানেজার কাজী বাচ্চুকে আটক করা হয়েছে। পরে তাকে কারাদণ্ড দেওয়া হয়েছে।

শনিবার (১১ জানুয়ারি) দুপুরে র‌্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিনের নেতৃত্বে অভিযান পরিচালনা করা হয়। কাজী বাচ্চুকে বিশুদ্ধ খাদ্য আদালত, পটুয়াখালীর বিচারক মো. আমিরুল ইসলাম নিরাপদ খাদ্য আইন ২০১৩ এর ৩৯ ধারা মোতাবেক এক লাখ টাকা অর্থ দণ্ড অনাদায়ে ৭ দিনের কারাদণ্ড দেন। বাচ্চু কলাপাড়া উপজেলার গোলবুনিয়া এলাকার মৃত হারিজ আহম্মেদের ছেলে।

অভিযান পরিচালনাকালে পটুয়াখালী পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক শারমিন সুলতানাসহ জেলা পুলিশের একটি দল উপস্থিত ছিল।


বাংলাদেশ সময়: ২২৫৪ ঘণ্টা, জানুয়ারি ১১, ২০২০ 
এসআইএস 

 
 
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।