ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

আটঘরিয়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৩১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
আটঘরিয়ায় কিশোরী ধর্ষণের অভিযোগে গ্রেফতার ১

পাবনা: পাবনার আটঘরিয়া উপজেলার মাছপাড়া ইউনিয়নের গকুলনগর গ্রামে কিশোরীকে ধর্ষণের অভিযোগে আব্দুল করিম (৫০) নামে এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ। বেলাল নামে অভিযুক্ত আরও একজনকে গ্রেফতারের চেষ্টা চলছে।

রোববার (১২ জানুয়ারি) সকালে নির্যাতনের শিকার ওই কিশোরীর মা বাদী হয়ে আটঘরিয়া থানায় দু’জনকে আসামি করে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন।

আটঘরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, শনিবার (১১ জানুয়ারি) দুপুরে বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবন্ধী এক কিশোরীকে ধর্ষণ করে একই গ্রামের বাসিন্দা করিম ও তার সহযোগী বেলাল।

এ বিষয়ে এলাকায় সালিশি বৈঠকে বিচার না পেয়ে রোববার সকালে কিশোরীর মা বাদী হয়ে ওই দু’জনকে অভিযুক্ত করে থানায় মামলা দায়ের করেন। এর পরপরই অভিযান চালিয়ে করিমকে গ্রেফতার করা হয়।  বেলালকে গ্রেফতারের চেষ্টা চলছে।  

নির্যাতনের শিকার কিশোরীকে ডাক্তারি পরীক্ষার জন্য পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে বলেও জানান ওই পুলিশ কর্মকর্তা।

বাংলাদেশ সময়: ১৬৩০ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।