ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

‘সততার সঙ্গে কাজ করে বঙ্গবন্ধুর ঋণ শোধের চেষ্টা করবো’

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
‘সততার সঙ্গে কাজ করে বঙ্গবন্ধুর ঋণ শোধের চেষ্টা করবো’ সভায় বক্তব্য রাখছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। ছবি: বাংলানিউজ

ঢাকা: সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে বঙ্গবন্ধুর ঋণ পরিশোধের চেষ্টা করবো বলে মন্তব্য করেছেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। 

রোববার (১২ জানুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ের শেরে বাংলা নগরে ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

পরিকল্পনামন্ত্রী মান্নান বলেন, বঙ্গবন্ধু মানেই বাংলাদেশ।

বঙ্গবন্ধু আমাদের স্বাধীন দেশ দিয়েছেন। তার ঋণ কখনও শোধ হবে না। তারপরও সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করে ঋণ পরিশোধের চেষ্টা করবো। বঙ্গবন্ধুর জন্য আমাদের কাজ করতে হবে। সবাই একযোগে কাজ করে সোনার বাংলা গড়ে তুলবো। বঙ্গবন্ধুকে হৃদয়ে ধারণ করতে হবে। আমাদের ধ্যান, জ্ঞান ও কর্মে সব সময় বঙ্গবন্ধুকে হৃদয়ের মনি কোঠায় রাখবো।

স্বাধীনতার ইতিহাস তুলে ধরে মন্ত্রী বলেন, বাংলাদেশ ও পাকিস্তানের দূরত্ব অনেক। আমাদের ভাষা, সংস্কৃতি ও পোষাক পরিচিতি সব কিছুই আলাদা। শুধু ধর্মের মিল রয়েছে। বঙ্গবন্ধু সারাবিশ্বকে বোঝাতে সক্ষম হয়েছেন কেন পাকিস্তানের সঙ্গে আমাদের যায় না। দেশের সব বাঙালিকে এক করে বঙ্গবন্ধু দেশ স্বাধীন করলেন। স্বাধীনতা বিহীন জীবন লজ্জার। বঙ্গবন্ধু আমাদের এনে দিয়েছেন লাল-সবুজের বাংলাদেশ।
 
পরিকল্পনা বিভাগের সচিব নূরুল আমিনের সভাপতিত্বে সভায় আরও উপস্থিত ছিলেন পরিকল্পনা কমিশনের সদস্য (সিনিয়র সচিব) শাহিন আহমেদ চৌধুরী, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) জাকির হোসেন আকন্দ প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৮২১ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এমআইএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।