ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পানি মন্ত্রণালয়াধীন শূন্য পদে নিয়োগ জটিলতা নিরসনে সুপারিশ

স্পেশাল করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৪ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
পানি মন্ত্রণালয়াধীন শূন্য পদে নিয়োগ জটিলতা নিরসনে সুপারিশ

ঢাকা: পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থায় শূন্য পদে নিয়োগে বিদ্যমান জটিলতা নিরসনের সুপারিশ করেছে সংসদীয় স্থায়ী কমিটি।

রোববার (১২ জানুয়ারি) জাতীয় সংসদের পানি সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি রমেশ চন্দ্র সেনের সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদ সচিবালয় থেকে দেওয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির সদস্য ও পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক, উপমন্ত্রী এ কে এম এনামুল হক শামীম, মো. আফজাল হোসেন, মো. ফরিদুল হক খান, নুরুন্নবী চৌধুরী এবং সালমা চৌধুরী এই বৈঠকে অংশ নেন।

বৈঠকে পানি সম্পদ মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থায় বিদ্যমান জনবল কাঠামো ও শূন্য পদের তালিকা, শূন্য পদে নিয়োগে বিদ্যমান জটিলতা নিরসন এবং অগ্রাধিকার ভিত্তিতে প্রয়োজনীয় জনবল নিয়োগের সুপারিশ করা হয়।

এ বৈঠকে ভৈরব রিভার বেসিন এলাকায় জলাবদ্ধতা দূরীকরণ ও টেকসই পানি ব্যবস্থাপনা উন্নয়ন প্রকল্পের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত আলোচনা হয় এবং ব্রহ্মপুত্র নদের ভাঙ্গন থেকে লালমনিরহাট শহর রক্ষাকল্পে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার পরামর্শ দেওয়া হয়।

এছাড়া কমিটি সাম্প্রতিক ঘূণিঝড় ‘বুলবুল’র প্রভাবে পোল্ডারগুলোর ক্ষয়ক্ষতি কাটিয়ে উঠতে আগামী বর্ষা মৌসুমের আগেই ক্ষতিগ্রস্ত নদীতীর সংরক্ষণ করার সুপারিশ করে।

বৈঠকে পানি উন্নয়ন বোর্ডের মহাপরিচালক, পানি সম্পদ মন্ত্রণালয় ও জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ১৮২৩ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
এসকে/এসএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।