ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

সাভারে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সাভার করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪১৯ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
সাভারে গণপিটুনিতে যুবকের মৃত্যু সাভারে গণপিটুনিতে যুবকের মৃত্যু

সাভার (ঢাকা): সাভারের একটি মার্কেটে গণপিটুনিতে মাফু (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১২ জানুযারি) রাত ৮টার দিকে সাভার বাস স্ট্যান্ডের পাশে অন্ধ মার্কেটে এ ঘটনা ঘটে। নিহত মাফু সাভার পৌর শাহীবাগ এলাকায় ভাড়া বাসায় থাকতেন বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যায় অস্ত্রসহ মাফু ও তার দল সাভারের অন্ধ মার্কেটে হামলার উদ্দেশ্যে আসে। এ সময় তাকে গণপিটুনি দিলে বাকিরা পালিয়ে যায়। পরে পুলিশ তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

পুলিশ জানায়, গণপিটুনির খবর পেয়ে ঘটনা স্থলে এসে মাফু নামের একজনকে ঘটনাস্থল থেকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে সাভারের এনাম মেডিকেলে নেওয়া হয়। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

হাসপাতালটির জরুরি বিভাগের কর্মকর্তা এনামুল হক মনি বাংলানিউজকে বলেন, মাফুকে হাসপাতালে নিয়ে আসার আগেই মৃত্যু হয়েছে। নিহতের মরদেহটি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) নুরু খান বাংলানিউজকে জানান, নিহতের মরদেহ উদ্ধার করা হয়েছে। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।

বাংলাদেশ সময়: ১১১৯ ঘণ্টা, জানুয়ারি ১২, ২০২০
ওএফবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।