ঢাকা, শনিবার, ২৬ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

পরিচয় মিলেছে মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় নিহত ২ জনের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০৫ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
পরিচয় মিলেছে মেঘনায় লঞ্চ দুর্ঘটনায় নিহত ২ জনের

চাঁদপুর: মেঘনা নদীতে ঘন কুয়াশার কারণে রোববার (১২ জানুয়ারি) রাতে দুই যাত্রীবাহী লঞ্চের মুখোমুখি সংঘর্ষে নিহত দুইজনের পরিচয় মিলেছে। নিহতরা দুইজনে মা-ছেলে। এ দুর্ঘটনায় আহত হন আরও তিন। 

নিহতরা হলেন- বরিশাল জেলার বাকেরগঞ্জ থানার ভান্ডারিকাঠি এলাকার রুবেলের স্ত্রী মাহমুদা খাতুন (২৪) ও তার ছেলে মমিন (৬)। আহতরা হলেন, নুর জাহান বেগম (২৮), আইফুনা বেগম (৬০) ও হযরত আলী (৭০)।

>>>আরও পড়ুন...মেঘনায় দুই লঞ্চের সংঘর্ষ: নিহত ২

চাঁদপুর নৌ-থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের খান বাংলানিউজকে বলেন, রোববার রাতে চাঁদপুর হাইমচর উপজেলার মাঝের চর ও মিয়ার বাজার এলাকার মধ্যবর্তী স্থানে এমভি কীর্তনখোলা-১০ ও এমভি ফারহান-৯ নামক লঞ্চ দু’টির সংঘর্ষ হয়। এতে কীর্তনখোলা-১০ লঞ্চের দুই যাত্রী নিহত ও তিনজন আহত হন।

নিহত দুইজনের মরদেহ ওই লঞ্চে করে বরিশাল নেওয়া হয়েছে। গুরুতর আহত নুর জাহান বেগমকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপালে প্রাথমিক চিকিৎসার পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪০০ ঘণ্টা, জানুয়ারি ১৩, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।