ঢাকা, শনিবার, ২৭ পৌষ ১৪৩১, ১১ জানুয়ারি ২০২৫, ১০ রজব ১৪৪৬

জাতীয়

বিশ্ব ইজ‌তেমা

দ্বিতীয়প‌র্বে আ‌রও ২ মুস‌ল্লির মৃত্যু

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৭ ঘণ্টা, জানুয়ারি ১৮, ২০২০
দ্বিতীয়প‌র্বে আ‌রও ২ মুস‌ল্লির মৃত্যু

গাজীপুর: টঙ্গীর তুরাগতী‌রে বিশ্ব ইজ‌তেমায় অংশ নেওয়া আ‌রও দুই মুস‌ল্লির মৃত্যু হ‌য়ে‌ছে। এই নিয়ে এবারের ইজতেমার প্রথমপর্বে ১৩ জন ও দ্বিতীয়প‌র্বে পাঁচজনের মৃত্যু হলো।

শুক্রবার (১৭ জানুয়া‌রি) দিনগত রাতে তাদের মৃত্যু হয়। মৃত দুই মুসল্লি হ‌লেন- রংপুরের ওসমানপুর এলাকার জয়নাল আবেদীনের ছেলে হুমায়ুন কবির ও ঝিনাইদহের কালাহাটের গোপালপুর এলাকার লুৎফর রহমানের ছেলে আ ফ ম জহুরুল আলম।

ইজ‌তেমা আ‌য়োজক‌দের সূ‌ত্রে জানা গে‌ছে, ‌বিশ্ব ইজ‌তেমার দ্বিতীয় প‌র্বে হুমায়ুন কবির ও আ ফ ম জহুরুল আলম অন্য‌দের ম‌তো অংশ নেয়। এক পর্যা‌য়ে রা‌তে তারা দুইজনের মৃত্যু হয়। ধারণা করা হ‌চ্ছে, শ্বাসকষ্ট ও স্টোক ক‌রে তা‌দের মৃত্যু হ‌য়ে‌ছে।

এর আ‌গে ইজ‌তেমার দ্বিতীয় প‌র্বে অংশ নি‌তে যাওয়ার প‌থে দুইজন ও বৃহস্প‌তিবার (১৭ জানুয়ারি) রা‌তে আ‌রও একজনসহ তিনজনের মৃত্যু হলো।

বাংলাদেশ সময়: ১২১৬ ঘণ্টা, জানুয়া‌রি ১৮, ২০২০
আরএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।