ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় চিকিৎসক নিহত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০১৫৫ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় চিকিৎসক নিহত

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ট্রাকচাপায় মো. সালাহউদ্দিন শিকদার (৪২) নামে এক পল্লী পশু চিকিৎসক নিহত হয়েছেন। 

সোমবার (২০ জানুয়ারি) বিকেল ৫টার দিকে নারায়ণগঞ্জ-আদমজী ইপিজেড-ডেমরা সড়কের সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সালাহউদ্দিন সিদ্ধিরগঞ্জের পাইনাদী পূর্বপাড়ার মৃত রহমত আলীর ছেলে।

পুলিশ ও নিহত সালাহউদ্দিনের স্বজনরা জানায়, বিকেলে মোটরসাইকেলে করে শিমরাইল থেকে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় আসছিল সালাহউদ্দিন। এসময় কাঠবোঝাই একটি ট্রাক তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

সিদ্ধিরগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) গৌতম তেয়ারি বাংলানিউজকে জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। এ ঘটনায় ঘাতক ট্রাকসহ চালককে আটক করা হয়েছে। এছাড়া থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ২০৫৪ ঘণ্টা, জানুয়ারি ২০, ২০২০
আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।