ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

কমলনগরে জব্দ জাটকা ধরার জালে অগ্নিসংযোগ

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৮ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
কমলনগরে জব্দ জাটকা ধরার জালে অগ্নিসংযোগ

লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগরে জাটকা ধরার নয়টি অবৈধ বাঁধা জালে অগ্নিসংযোগ করা হয়েছে।

মঙ্গলবার (২১ জানুয়ারি) দুপুরে জারিরদোনা মাছঘাটে জালে অগ্নিসংযোগ করা হয়। এর আগে সকালে মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে অভিযান চালিয়ে এ জালগুলো জব্দ করা হয়।

অভিযানের সময় উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা বিল্লাল হোসেন, লক্ষ্মীপুর সদর উপজেলা মৎস্য কর্মকর্তা সরোয়ার জামান, রামগতি উপজেলা মৎস্য কর্মকর্তা জসিম উদ্দিন, কমলনগর উপজেলা মৎস্য কর্মকর্তা আবদুল কুদ্দুস, কোস্টগার্ডের কন্টিনজেন্ট কমান্ডার (সিসি) রেজাউল করিম, কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. জাহাঙ্গীর আলম।

জেলা মৎস্য কর্মকর্তা জানান, নিয়মিত অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে নয়টি অবৈধ বাঁধা জাল জব্দ করে অগ্নিসংযোগ করা হয়েছে।  

বাংলাদেশ সময়: ১৫২৭ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এসআর/এবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।