ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে বাসের ধাক্কায় লেগুনা উল্টে নারীর মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৪০২ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
সিলেটে বাসের ধাক্কায় লেগুনা উল্টে নারীর মৃত্যু

সিলেট: সিলেটে নগর এক্সপ্রেস বাসের ধাক্কায় লেগুনা উল্টে কুলসুমা বেগম (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন লেগুনার আরও পাঁচ যাত্রী।

মঙ্গলবার (২১ জানুয়ারি) বিকেলে সিলেট-তামাবিল সড়কের মেজরটিলা ইসলামপুর এলাকার চামেলিবাগে এ দুর্ঘটনা ঘটে। কুলসুমা সিলেট সদর উপজেলার মলাইটিলা গ্রামের মোজাম্মেল আলীর স্ত্রী।


 
ঘটনার পর পর পুলিশ বাসটি জব্দ করে এবং চালক মধু চন্দ্র সিংহকে আটক করেছে। মধু মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মোগলপুর এলাকার মৃত মাইবাক সিংহের ছেলে।
 
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে সিলেট নগর পুলিশের শাহপরাণ (র.) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কাইয়ুম চৌধুরী জানান, বিকেলে শহর থেকে ছেড়ে যাওয়া শাহপরাণমুখী একটি লেগুনাকে পেছন থেকে নগর এক্সপ্রেস বাসটি ধাক্কা দেয়। এতে লেগুনার পেছনের চাকা খুলে উল্টে যায়। এসময় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই কুলসুমার মৃত্যু হয়। এতে আহত হন পাঁচ যাত্রী।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২৩০১ ঘণ্টা, জানুয়ারি ২১, ২০২০
এনইউ/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।