ঢাকা, রবিবার, ২৮ পৌষ ১৪৩১, ১২ জানুয়ারি ২০২৫, ১১ রজব ১৪৪৬

জাতীয়

ইসমাত আরা সাদেকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ডিপ্লোম্যাটিক করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
ইসমাত আরা সাদেকের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

ঢাকা: যশোর-৬ আসনের সংসদ সদস্য ও সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেকের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। 

তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবার ও রাজনৈতিক অনুসারীদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেছেন। ড. মোমেন মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

মঙ্গলবার (২১ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানায়, ইকুয়েডরের রাজধানী কুইটোতে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী এক শোক বার্তায় বলেন, ইসমাত আরা সাদেক অত্যন্ত দৃঢ় ব্যক্তিত্ব ও উন্নত হৃদয়ের অধিকারী ছিলেন। তার অবদান এদেশের মানুষ চিরদিন মনে রাখবে।  

ড. মোমেন বলেন, ইসমাত আরা সাদেক পৃথিবী ছেড়ে চলে যাওয়ায় রাজনীতিতে যে শূন্যতা সৃষ্টি হয়েছে তা অপূরণীয়।

বাংলাদেশ সময়: ০০১১ ঘণ্টা, জানুয়ারি ২২, ২০২০
টিআর/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।