ঢাকা, সোমবার, ২৯ পৌষ ১৪৩১, ১৩ জানুয়ারি ২০২৫, ১২ রজব ১৪৪৬

জাতীয়

গোবিন্দগঞ্জে ফেন্সিডিল-ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১০১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
গোবিন্দগঞ্জে ফেন্সিডিল-ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ী আটক

গাইবান্ধা: গাইবান্ধার গোবিন্দগঞ্জে ফেন্সিডিল-ট্রাকসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।

সোমবার (২৭ জানুয়ারি) দিনগত রাত সাড়ে ১২ টার দিকে গোবিন্দগঞ্জ থানার সামনে থেকে তাদের আটক করা হয়।

এরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ফতেপুর গ্রামের সাবিরুল ইসলাম (২২) ও ঘোড়াঘাট উপজেলার কানাগাড়ী গ্রামের হামিদুল ইসলাম (২১)।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম মেহেদী হাসান বাংলানিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঘোড়াঘাট-গোবিন্দগঞ্জ সড়কে থানার সামনে অবস্থান নেয় পুলিশ। রাত সাড়ে ১২ টার দিকে ভাদুরিয়া থেকে ঢাকাগামী সরকার এন্টারপ্রাইজের ঢাকামেট্রো -ট ২২-৬৫৬৯ নম্বরের একটি ট্রাকে তল্লাশি চালানো হয়। এসময় ট্রাকের কেবিনে চারটি আপেলের কার্টুনে বিশেষ কায়দায় প্যাকিং করা ৪৯০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। সেইসঙ্গে মাদক ব্যবসায়ী সাবিরুল ও হামিদুলকে আটক করা হয়। এ ব্যাপারে গোবিন্দগঞ্জ থানায় মাদকদ্রবব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে।

বাংলাদেশ সময়: ০৫১৯ ঘণ্টা, জানুয়ারি ২৮, ২০২০
এইচএডি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।