ঢাকা, শনিবার, ১১ মাঘ ১৪৩১, ২৫ জানুয়ারি ২০২৫, ২৪ রজব ১৪৪৬

জাতীয়

হাতিয়ায় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৫৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ৫, ২০২০
হাতিয়ায় লাখ মিটার অবৈধ কারেন্ট জাল ধ্বংস

নোয়াখালী: নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ছয়টি বিন্ধি জাল জব্দ করেছে নৌ-পুলিশ। পরে মৎস্য কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত জালগুলো আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। 

মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারি) রাতে নলচিরাঘাট এলাকায় আগুন দিয়ে জালগুলো ধ্বংস করা হয়।  

এর আগে বিকেল থেকে রাত পর্যন্ত উপজেলার নলচিরা, তমরদ্দি, সোনাদিয়ার সন্নিকটে মেঘনা নদীতে অভিযান চালিয়ে এসব জাল জব্দ করা হয়।

 

হাতিয়ার নলচিরা ঘাটের নৌ-পুলিশের ইনচার্জ মো. একরাম উল্লা জানান, প্রতিদিনের মত মঙ্গলবারও নৌ-পুলিশ মেঘনা নদীতে টহল দেয়। এসময় সন্দেহ হলে কয়েকটি নৌকায় বিকেল থেকে রাত পর্যন্ত অভিযান চালিয়ে এক লাখ ২০ হাজার মিটার অবৈধ কারেন্ট ও ছয়টি বিন্ধি জাল জব্দ করা হয়।

এসময় কয়েকজন জেলেকে আটক করা হলে আগামীতে কারেন্ট জাল ব্যবহার করবে না এ মর্মে মুচলেখা নিয়ে ছেড়ে দেওয়া হয়।

বাংলাদেশ সময়: ১২৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৫, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।