পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে তাপমাত্রা কিছুটা বেড়েছে। শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকাল ৯টায় দেশের মধ্যে আবারও সর্বনিম্ন তাপমাত্রা ৭ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। তবে তেঁতুলিয়াসহ পঞ্চগড়ে বয়ে চলছে মৃদু শৈত্যপ্রবাহ।
বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এদিন সকাল থেকেই সূর্যের মুখ দেখা গেলেও সন্ধ্যা থেকে শুক্রবার সকালে পুরো দমে বইছে ঠাণ্ডা বাতাস।
এতে নতুন করে বাড়ছে শীতের তীব্রতা।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, আকাশে মেঘ না থাকায় সকাল থেকেই সূর্যের মুখ দেখা গেছে।
বাংলাদেশ সময়: ১০৪৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ০৭, ২০২০
এসআরএস
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।