ঢাকা: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) রোকেয়া হলের সামনের যাত্রী ছাউনি থেকে তিন মাস বয়সী মানব ভ্রূণ (ফিটাস) উদ্ধার করেছে পুলিশ।
সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে ওই যাত্রী ছাউনি থেকে ভ্রূণটি উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে শাহবাগ থানা পুলিশ।
শাহবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) আবদুল হান্নান বাংলানিউজকে জানান, হলের সামনের যাত্রী ছাউনি থেকে একটি ভ্রূণ উদ্ধার করা হয়।
ঢামেক হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক বরাত দিয়ে তিনি আরও জানান, ভ্রূণের বসয় ১২ সপ্তাহ বলে ধারণা করা হচ্ছে। ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৫৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২০
এজেডএস/ওএইচ/
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।