মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শাহ আরেফিন টিলায় টাস্কফোর্সের অভিযানে মাইকিং করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
সিলেট: শাহ আরেফিন টিলায় যে কোনো পন্থায় পাথর উত্তোলন নিষিদ্ধ করেছে উপজেলা প্রশাসন।
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর আড়াইটা থেকে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত শাহ আরেফিন টিলায় টাস্কফোর্সের অভিযানে মাইকিং করে এ নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুমন আচার্য বাংলানিউজকে এ তথ্য নিশ্চিত করে বলেন, বশির অ্যান্ড কোং এর পক্ষে মোহাম্মদ আলী ২০০৪ সালে উচ্চ আদালতে রিট করেন। এভাবে পর্যায়ক্রমে রিটের মাধ্যমে সময় বাড়িয়ে পাথর উত্তোলন করে আসছিলেন।
গত ২১ জানুয়ারি এ আদেশের শুনানিতে এপ্রিল পর্যন্ত সময় বাড়ানো হয়। এর বিপরীতে সোমবার (১০ ফেব্রুয়ারি) সরকার পক্ষ উচ্চ আদালতে গেলে মোহাম্মদ আলীর করা রিট আদেশ স্থগিত করা হয়। ফলে কোনো প্রক্রিয়ায় শাহ আরেফিন টিলায় পাথর উত্তোলন করা যাবে না। মঙ্গলবার পুলিশ বিজিবির সহায়তায় টাস্কফোর্সের অভিযানে মাইকিং করে সব প্রক্রিয়ায় পাথর উত্তোলন নিষিদ্ধের বিষয়টি জানিয়ে দেওয়া হয়।
তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি কোয়ারিতে শ্রমিক নিহত হওয়ার ঘটনার পর ৩ ফেব্রুয়ারি থেকে শাহ আরেফিন টিলা শ্রমিকশূন্য রয়েছে। এরপর দিনে বা রাতে পাথর উত্তোলন হয়নি। তবে কোয়ারি এলাকায় করা শ্রমিকদের ছাউনিঘর ও তাঁবু রয়েছে। সেগুলো ধ্বংস করে দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৯১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এনইউ/এফএম