ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

বরিশালে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০০৫১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
বরিশালে মাদক কারবারির ১০ বছরের কারাদণ্ড

বরিশাল: বরিশালে মাদক মামলায় ফরিদ সরদার নামে এক কারবারিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়।

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত ফরিদ বরিশালের গৌরনদী উপজেলার সুন্দরদী গ্রামের হবিচ সরদারের ছেলে।

 

মামলা সূত্রে জানা যায়, ২০১৭ সালের ৭ মার্চ উজিরপুর উপজেলার উত্তর মোড়াকাঠি গ্রাম থেকে ফরিদকে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-৮) এর একটি দল। এ সময় তার কাছে থেকে ৫০২ পিস ইয়াবা জব্দ করা হয়। এ ঘটনায় র‌্যাবের ডিএডি সৈয়দুজ্জামান বাদী হয়ে উজিরপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন। ওই বছরের ১৭ এপ্রিল মামলার তদন্ত শেষে আদালতে চার্জশিট দাখিল করেন থানার উপ-পরিদর্শক (এসআই) নুরুল ইসলাম। মামলায় ১০ জনের সাক্ষ্য গ্রহণ শেষে বিচারক এ রায় ঘোষণা করেন।

বাংলাদেশ সময়: ১৯৫০ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এমএস/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।