মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় স্বরূপকাঠি-পিরোজপুর সড়কের কামারকাঠি গ্রামের মোল্লাবাড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত শিশুটি কামারকাঠি (মোল্লাবাড়ী) গ্রামের মোস্তফার মেয়ে।
স্থানীয়রা জানান, পরিবারের লোকজন ও স্থানীয়রা শিশুটিকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে স্বরূপকাঠি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক ডা. শামান্তা ইসলাম বাংলানিউজকে জানান, ওই শিশুটিকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল।
পরিবার সূত্র জানান, শিশু রিমঝিম ওই সময় তার বোনের সঙ্গে নিজ বাড়ির সামনের রাস্তায় হাঁটছিল। এসময় স্বরূপকাঠি থেকে সেহাঙ্গলগামী একটি ইজিবাইক (অটো) ভুল পাশে গিয়ে পেছন থেকে শিশুটিকে চাপা দেয়। এতে শিশুটির মাথা ও চোয়াল মারাত্মক ভাবে থেতলে যায়।
স্বরূপকাঠি থানার এসআই মজিবুর রহমান জানান, এ ঘটনায় ইজিবাইকটি আটক করা গেলেও চালক পালিয়ে গেছে। তবে তাকে আটকের চেষ্টা চলছে।
বাংলাদেশ সময়: ২১০১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১১, ২০২০
এসএইচ