ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮২৩ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ কামাল আইটি ট্রেনিং সেন্টার।

রাজশাহী: রাজশাহীতে শেখ কামাল আইটি ইনকিউবেটর ট্রেনিং সেন্টার উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

আগামী বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর কার্যক্রম উদ্বোধন করার কথা রয়েছে প্রধানমন্ত্রীর।

বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন।

পরে তিনি আনুষ্ঠানিকভাবে এর কার্যক্রমের উদ্বোধন করবেন।

উদ্বোধন উপলক্ষে এরইমধ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব হাইটেক পার্ক কর্তৃপক্ষ রাজশাহী সিটি মেয়রের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বৈঠকও করেছেন।

রাজশাহীতে অনুষ্ঠান আয়োজনের ব্যাপারে রাজশাহী সিটি মেয়র এ এইচ এম খায়রুজ্জামান লিটনের সঙ্গে সাক্ষাৎ করেছেন হাইটেক পার্ক কর্তৃপক্ষের ব্যবস্থাপনা পরিচালক হোসনে আরা বেগম। সাক্ষাৎকালে তারা মতবিনিময়ও করেন।
 
মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজশাহী জেলা প্রশাসক মো. হামিদুল হক জানান, এরইমধ্যে সব প্রস্তুতি শেষ করা হয়েছে। বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সে যুক্ত হবেন। পরে তিনি আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করবেন। এ অনুষ্ঠানে রাজশাহী সিটি মেয়র ও বিভিন্ন আসনের সংসদ সদস্যসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন।

বাংলাদেশ সময়: ০৩১৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এসএস/আরবি/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।