ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সাগর-রু‌নি হত্যা তদন্তে সময় নিলেও ব্যর্থতা বলছেন না আইজিপি

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৩৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
সাগর-রু‌নি হত্যা তদন্তে সময় নিলেও ব্যর্থতা বলছেন না আইজিপি আগরপুর পু‌লিশ তদন্তকে‌ন্দ্রের উ‌দ্বোধনে আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। ছবি: বাংলানিউজ

বরিশাল: সাংবাদিক দম্পতি সাগর-রু‌নি হত্যা মামলার অগ্রগ‌তির জন্য পুলিশ স‌র্বোচ্চ চেষ্টা কর‌ছে, এ‌টি উদঘাট‌নের জন্য বাংলা‌দেশ পু‌লি‌শের এ‌লিট ফোর্স কাজ কর‌ছে। প্র‌তি‌টি তথ্য পুঙ্খানুরু‌পে যাচাই-বাছাই‌য়ের কার‌ণেই সময় বে‌শি লাগছে।

আইজিপি ব‌লেন, অ‌নেক সময় অ‌নেক ধর‌নের তদন্ত হয়। বিশেষ ক‌রে মার্ডার কে‌সের ক্ষে‌ত্রে বি‌শ্বের বি‌ভিন্ন দে‌শেও কোনোটির ক্লু তাৎক্ষ‌ণিক পাওয়া যায়, আবার কোনোটি‌তে সময় লা‌গে।

তবে সাংবাদিক দম্পতি সাগর-রু‌নির হত্যার তদন্তে সময় লাগ‌লেও পু‌লি‌শের ব্যর্থতা বলা যা‌বে না। পু‌লিশ স‌র্বোচ্চ চেষ্টা কর‌ছে।

বুধবার (১২ ফেব্রুয়া‌রি) দুপুর ১২টায় ব‌রিশাল জেলা পু‌লিশ লাই‌ন্সে জেলা পু‌লি‌শের ব্যারাক ভবন, গৌরনদী সা‌র্কেল অ‌ফিস ও আগরপুর পু‌লিশ তদন্ত কে‌ন্দ্রের উ‌দ্বোধন শে‌ষে সাংবা‌দিক‌দের প্র‌শ্নের জবাবে এসব কথা ব‌লেন বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল (আইজিপি) ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী।

‌তি‌নি আ‌রও ব‌লেন, সাগর-রু‌নি হত্যাকাণ্ডের মামলায় তদন্ত কর্মকর্তা বা সংস্থা প‌রিবর্ত‌নের বিষয়‌টি আদাল‌তের। তাদের প‌রিবার য‌দি আদালতে আ‌বেদন কর‌তে পারেন। আদালত চাই‌লে অবশ্যই তদন্ত কর্মকর্তা প‌রিবর্তন করা হ‌বে।

সাগর-রু‌নি হত্যাকাণ্ড ‌নি‌য়ে কোনো ধরনের চা‌পের মু‌খে নেই ব‌লেও জানান তি‌নি।

অপর এক প্র‌শ্নের জবা‌বে আইজি‌পি ব‌লেন, প‌রিসংখ্যা‌নের দিক থে‌কে দে‌শে ধর্ষণ বে‌ড়ে‌ছে। ত‌বে ধর্ষ‌ণের ঘটনার খবর পে‌লে আমরা যথাযথ আইনগত ব্যবস্থা নেই। সাম্প্র‌তিককা‌লে যতগু‌লো ঘটনা ঘ‌টে‌ছে, আমা‌দের কা‌ছে যতগু‌লো তথ্য এ‌সে‌ছে প্র‌তি‌টি বিষ‌য়ে আমরা আইনগত ব্যবস্থা নি‌য়ে‌ছি। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনী পেশাদা‌রি‌ত্বের ম‌নোভাব দে‌খি‌য়ে দোষী‌দের গ্রেফতার ক‌রে দ্রুত আই‌নের আওতায়ও এনে‌ছে, কোনো গা‌ফিল‌তি ক‌রে‌নি।

ত‌বে ধর্ষণ রো‌ধে সামা‌জিকভা‌বে আ‌ন্দোলন গ‌ড়ে তোলার আহ্বান জানান তি‌নি।

এসময় ব‌রিশা‌ল রে‌ঞ্জের ডিআইজি শ‌ফিকুল ইসলাম, ব‌রিশাল মেট্রোপ‌লিটন পু‌লি‌শের ক‌মিশনার শাহাবু‌দ্দিন খানসহ বি‌ভা‌গের পু‌লি‌শের বি‌ভিন্ন ইউ‌নি‌টের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

বাংলা‌দেশ সময়: ১৩১০ ঘন্টা, ফেব্রুয়া‌রি ১২, ২০২০
এমএস/এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।