ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সিলেটে ট্রাকচাপায় রিকশা চালকের মৃত্যু

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯৩১ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
সিলেটে ট্রাকচাপায় রিকশা চালকের মৃত্যু মরদেহ উদ্ধার করছে পুলিশ। ছবি: বাংলানিউজ

সিলেট: সিলেট নগরে ট্রাকচাপায় রফিকুল ইসলাম (৩৬) নামে এক রিকশা চালকের মৃত্যু হয়েছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) সকালে নগরের সুরমা মার্কেটের নাগরি চত্বরে এ দুর্ঘটনা ঘটে। রফিকুল রংপুরের তারাগঞ্জ থানার ছোট বল্লা মাটিয়ালপাড়া এলাকার মৃত লুৎফুর রহমানের ছেলে।

তিনি নগরের উপশহরের তেররতন চাঁন মিয়া কলোনিতে বসবাস করতেন।
 
প্রত্যক্ষদর্শীরা জানান, নগরের কালিঘাট থেকে ছেড়ে যাওয়া দ্রুতগতির একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে নাগরি চত্বরে রিকশাকে ধাক্কা দেয়। এতে চালক রফিকুল রাস্তায় ছিটকে পড়ে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাক নিয়ে পালিয়েছেন।  
 
সিলেট কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সেলিম মিয়া বাংলানিউজকে বলেন, ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। দুর্ঘটনার পর চালক ও হেলপার ট্রাক নিয়ে পালিয়েছেন।  

সিসি ক্যামেরার ফুটেজ দেখে পুলিশ চালকসহ ট্রাকটি আটক করার চেষ্টা করছে বলেও জানান ওসি সেলিম।  

বাংলাদেশ সময়: ১৪২৭ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এনইউ/আরআইএস/

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।