ঢাকা, শুক্রবার, ২ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৩৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
কোম্পানীগঞ্জে স্বেচ্ছাসেবক দলের সভাপতি গ্রেফতার

নোয়াখালী: নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে ওয়ারেন্টভুক্ত আসামি স্বেচ্ছাসেবক দলের নেতা শামসুদ্দিন হায়দারকে গ্রেফতার করেছে।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দুপুরে কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার শামসুদ্দিন হায়দার বসুরহাট পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মৃত মুন্সি মিয়ার ছেলে।

পুলিশ জানায়, দুপুরে উপজেলা পরিষদ এলাকায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন সময় ভাঙচুর ও অগ্নিকাণ্ডের মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি শামসুদ্দিন হায়দারকে গ্রেফতার করা হয়েছে।

কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রবিউল হক জানান, গ্রেফতার শামসুদ্দিন হায়দারকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বাংলাদেশ সময়: ১৫২৬ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এনটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।