বুধবার (১২ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
জিম শার্শা উপজেলার রামপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুর সাড়ে ১২টার দিকে স্কুলের সামনের রাস্তা পার হওয়ার সময় মাটি বহনকারী দ্রুত গতির একটি ট্রাক্টর শিশুটিকে ধাক্কা দেয়। এতে জিম মাথায় আঘাত পায়। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে জরুরি বিভাগের কর্তব্যরত ডাক্তার মৃত ঘোষণা করেন।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বাংলানিউজকে জানান, আটক ট্রাক্টর চালককে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১৬৩৮ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
এনটি