বুধবার (১২ ফেব্রুয়ারি) পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট কাজী তামজীদ আহমেদের ভ্রাম্যমাণ আদালত এ অভিযান পরিচালনা করেন।
পরিবেশ অধিদপ্তর সূত্রে জানা যায়, গাজীপুরের কাপাসিয়া উপজেলার তরগাঁও ধলাগড়, সনমানিয়া ও মামুরদী হাসানপুর এলাকায় অভিযান চালায় পরিবেশ অধিদপ্তর।
গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার জানান, কাপাসিয়া উপজেলার কয়েকটি এলাকায় অভিযান চালিয়ে তিনটি ইটভাটা ভেঙ্গে গুঁড়িয়ে দেওয়া হয়েছে। এছাড়া ১৫ লাখ টাকা জরিমানা করা হয়। গাজীপুরে অবৈধ ইটভাটার বিরুদ্ধে এ অভিযান অব্যহত থাকবে।
অভিযানের সময় গাজীপুর পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আব্দুস সালাম সরকার, সহকারী পরিচালক মো. আশরাফ উদ্দিন, পরিদর্শক শেখ মোজাহীদ ও দিলরুবা আক্তার উপস্থিত ছিলেন। এছাড়া এ অভিযানে গাজীপুর র্যাব-১ ও পুলিশ সহযোগিতা করেন।
বাংলাদেশ সময়: ১৭২৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১২, ২০২০
আরএস/এবি