ঢাকা, শুক্রবার, ৩ মাঘ ১৪৩১, ১৭ জানুয়ারি ২০২৫, ১৬ রজব ১৪৪৬

জাতীয়

সুন্দরবনে দুই জেলে অপহৃত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮০২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
সুন্দরবনে দুই জেলে অপহৃত

সাতক্ষীরা: মুক্তিপণের দাবিতে পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে মাছ শিকারে যাওয়া দুই জেলেকে অপহরণ করেছে বনদস্যু জিয়া বাহিনীর সদস্যরা।

বুধবার (১২ ফেব্রুয়ারি) দিনগত নিখোঁজের স্বজনেরা এ বিষয়টি জানান। তারা জানান, গত ১০ ফেব্রুয়ারি রাতে সুন্দরবনের বৈকেরী খাল থেকে অস্ত্রের মুখে তাদের অপহরণ করা হয়।

পরে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে।  

অপহৃত জেলেরা হলেন, সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ ইউনিয়নের মথুরাপুর গ্রামের মহাদেব সরদারের ছেলে বাটুল সরদার ও হরিনগর গ্রামের লোকমান গাজীর ছেলে আব্দুর রাজ্জাক।

স্থানীয় জেলে হরিনগর গ্রামের নূর ইসলাম ও রজব আলী জানান, রোববার কদমতলা স্টেশন থেকে অনুমতি নিয়ে তারা সুন্দরবনে মাছ শিকারে যান। সোমবার দিবাগত রাতে ছয় সদস্যের বনদস্যুদের একটি দল আটটি নৌকার মাঝ থেকে দুইজনকে জিম্মি করে দুই লাখ টাকা মুক্তিপণ দাবি করে।

এ ব্যাপারে সাতক্ষীরা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) এমএ হাসান জানান, ঘটনাটি তিনি শুনছেন, তবে কেউ অভিযোগ করেনি।  

বাংলাদেশ সময়: ০২৫৯ ঘণ্টা, ফেব্রুয়ারি ১৩, ২০২০
এমএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।